পেন্টাগ্রাফের সুবিধাসমুহ:

★ খতিয়ান এ জমি আছে কিন্তু নতুন নকশায় জমি কম উক্ত কম জমি বের করার জন্য দুইটি বা তিনটি নকশার সমন্বয় করে কম্পিউটারের মাধ্যমে  নকশার তুলনা (পেন্টাগ্রাফ) করলে সহজে উক্ত কম জমির অবস্থান বের করা যাবে।

★ সাবেক দাগ থেকে হাল দাগ অথবা হাল দাগ থেকে সাবেক দাগ বের করা যাবে।

★ পুরাতন দাগ থেকে নতুন বি এস / সিটি জরিপের নতুন দাগ নং বের করা যাবে।

★ নতুন জমি প্লট কেনার আগে প্যান্টাগ্রাফের মাধ্যমে জমির বাস্তব অবস্থান জানা যাবে এবং সাথে ডিজিটাল নকশা  প্রস্তুত করা যাবে।

★ সঠিকভাবে প্রস্তুত করে কোর্টে জমা দিলে দাগের পরিমান কমবেশির যে সমস্যাটি আছে সেটি কারেকশনের সুযোগ রয়েছে।

★ ডিজিটাল ডিমারকেশনে প্রতিটি প্লটের ফুটসহ জমির পরিমান উল্লেখ থাকায় স্থানীয় আমিনদের কারচুপি করার সুযোগ থাকে না। 

পেন্টাগ্রাফের মুল্যতালিকা-

পেন্টাগ্রাফ/ডিজিটাল ডিমারকেশনের জন্য নির্ধারিত কোন মুল্য নেই। এটি কাজের ধরন এবং আয়তন অনুযায়ী দাম নির্ধারণ করা হয়ে থাকে।

তাই আপনার প্রয়োজনীয় কাগজপত্রের বিবরণ দিয়ে সহায়তা করুন।

নকশার নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য দিন

দাগ নংঃ
আপনার কুরিয়ারের তথ্য দিন

আপনার ফর্মটি সফলভাবে সাবমিট হয়েছে অতি শীঘ্রই আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে।